নিজস্ব প্রতিবেদকঃ ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের চকবস্তা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
১৯ জুন শনিবার বিকালে মুন্সীরহাট আলী আজম স্কুল এন্ড কলেজ মাঠে টুর্ণামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়।
খেলায় মুন্সীরহাট ফুটবল একাডেমী টাইব্রেকারে
জিরো পয়েন্ট স্পোটিং ক্লাব সোনাপুরকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে ড্র ছিল।
মাসুদ জামিল ওভারসিজ’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হামিদ উল্লাহ’র সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক একরাম পাটোয়ারী’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী সমিতি’র সভাপতি ও জেলা ফেনী জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনন্দপুর ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান আলহাজ্ব হারুন মজুমদার, ফুলগাজী থানার অফিসার ইনচার্জ এ এন এম নুরুজ্জামান, দরবারপুর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন মজুমদার প্রমুখ।