নিজস্ব প্রতিবেদক : বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রভাবে বিশ্বের অর্থনীতিতে জরাজীর্ণ অবস্থা বিরাজ করছে। বাংলাদেশে ইতিমধ্যে প্রায ১১ হাজারের ব্যক্তি আক্রান্ত হয়েছে। ফেনীতে সর্বশেষ সাতজন আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গিয়েছে। জেলার ফুলগাজী উপজেলায় প্রথম একজনের শরীরে করোনা ভাইরাসের সনাক্ত হয়েছে।
ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের দক্ষিণ বরইয়ার করোনা আক্রান্ত পরিবার লক ডাউনের কারণে বাড়ির বাইরে যেতে পারবে না। দরিদ্র পরিবারের বিভিন্ন সমস্যার কথা উঠে আসে ফুলগাজী নিউজ ডটকম’র সংবাদ প্রকাশের মাধ্যমে। তারই ধারাবাহিকতায় দরবারপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ রিপন ওই পরিবারের জন্য ১৫ দিনের খাদ্য সামগ্রী পৌঁছে দেন।
১৫ দিনের খাদ্য সামগ্রীর প্যাকেজে যা ছিল :
১. চাল- ১৫ কেজি
২. সয়াবিন তেল – ২ কেজি
৩. মসুর ডাল -১ কেজি
৪. বুটের ডাল -২ কেজি
৫. চিনি -২ কেজি
৬. মুড়ি – ১ কেজি
৭. আলু -৬ কেজি
৮. মুরগী – ৩ কেজি ৫০০ গ্রাম
৯. পিঁয়াজ -২ কেজি
১০. রসুন- ৫০০ গ্রাম
১১. লবণ – ২ প্যাকেট
১২. মরিচ গুড়া – ২৫০ গ্রাম
১৩. হলুদ গুড়া – ২৫০ গ্রাম
১৪. মসলা – ২০০ গ্রাম
১৫. চা-পাতা – ৫০০ গ্রাম
১৬. টোষ্ট বিস্কুট -১ কেজি
১৭. স্যাভলন সাবান – ২ পিছ
১৮. লেবু – ৩ হালি
১৯. কয়েল -১ প্যাকেট
২০. কাচা মরিচ, ধনিয়া।
২১. চাল কুমড়া, কাঁকরোল।
২২. কলমি শাক ও পাট শাক ইত্যাদি।
ছাত্রলীগ নেতা মোঃ রিপন জানান, অসহায় ও দরিদ্র মানুষকে সব সময় সহযোগিতা করছেন বাংলাদেশ ছাত্রলীগ। করোনা দুর্যোগেও দেশের বিভিন্ন জেলা-উপজেলায় ছাত্রলীগ দিনরাত নিরবিচ্ছিন্ন ভাবে মানুষকে সহযোগিতা করছে। তারই ধারাবাহিকতায় ফুলগাজীর করোনা আক্রান্ত পরিবারের খাবার সংকটে আমি ব্যক্তিগত পক্ষ থেকে ওই বাড়িতে ১৫ দিনের খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। এরপরেও যদি ওই পরিবারের কোন ধরনের সহযোগিতা লাগে আমি সেটা অব্যাহত রাখবো। এসময় উপস্থিত ছিলেন ওর্য়াডের জনপ্রতিনিধি সঞ্জয় মজুমদারসহ ও দরবারপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান তপু।
করোনা আক্রান্তের বিষয়ে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাম্মেল হক সোহেল জানান, গত ২৯ এপ্রিল ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলার দরবারপুর ইউনিয়নের দক্ষিণ বররইয়া গ্রামে একটি হিন্দু পরিবারের একজন মেয়ের শরীরে করোনা ভাইরাসের সন্দেহে নমুনা সংগ্রহ করা হয়। ৬ মে ওই মেয়েটির করোনা পজেটিভ ফলাফল পাওয়া গেছে। মেয়েটি এখনো সুস্থ এবং বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।