সাজ্জাদ হোসেনঃ মঙ্গলবার বিকালে আমজাদহাট ইউনিয়নের ধর্মপুর এডুকেশনাল এষ্টেটের হলরুমে ১.২.ও ৩নং ওয়ার্ডের এি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এডভোকেট সৈয়দ আবুল হোসেন এ পি পি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের আইন বিষয় সম্পাদক এডভোকেট গাজী তারেক আজিজ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জসিম উদ্দিন।
অনুষ্ঠানে আমজাদহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির হোসেন মিরুর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলুর সঞ্চালনায় উক্ত সম্মেলনে আনুষ্ঠানিক ভাবে প্রত্যেক ওয়ার্ডের সভাপতি ও সম্পাদক প্রার্থীগণ নিজ নিজ সিভি জমাপ্রদান করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, যারা সভাপতি ও সম্পাদক পদে প্রার্থী প্রত্যেকে সিভি জমা দিবেন এবং যারা মাদক ও সন্ত্রাসের সাথে জড়িত তারা কিমিটি থেকে বাদ যাবেন আর দলের হাইকমান্ডের তদন্তের মাধ্যমে প্রত্যেক সিভি যাচাই বাছাই করে সভাপতি ও সম্পাদক নির্বাচিত হবে।