নিজস্ব প্রতিবেদকঃ ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাটে ১শ পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার করেছে বিজিবি। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত কালো রঙ্গের ১৬০ সিসির সুজুকি জিক্সার (এফআই এবিএস) একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
জানাযায়, শনিবার রাত ৯ টার দিকে আমজাদ হাট ইউনিয়নের ফেনাপুষ্কারিনী গ্রামের পাকা রাস্তার উপর থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
ফেনীস্থ ৪ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আব্দুর রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারাকুচা বিওপি’র কমান্ডার হাবিলদার মো মোক্তার হোসেনের নেতৃত্বে একটি ট্রহল দল সীমান্ত পিলার ২১৮৩/৬ হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমজাদহাট ইউনিয়নের ফেনাপুষ্কারিনী গ্রামের পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে।
পরে তাদের কাছ থেকে ১০০ পিস নিষিদ্ধ ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং ১টি সুজুকি ১৬০ সিসি মটর সাইকেল উদ্ধার করা হয়। আটককৃত মাদক ও মালামালের আনুমানিক মূল্য ৪ লাখ ৩০ হাজার টাকা।
আটককৃত হলেন উত্তর তারাকুচা গ্রামের মৃত আব্দুল মান্নান এর ছেলে মোঃ লিটন মিয়া, একই এলাকার মৃত হাফেজ আহম্মেদের ছেলে মোঃ জহিরুল ইসলাম রুবেল(৪০), ফেনাপুষ্কারনী এলাকার খোরশেদ আলমের ছেলে যুবলীগ কর্মী মোঃ অপু মজুমদার, ছাগলনাইয়ার চাঁদাগাজী এলাকার শামছুল হকের ছেলে মোঃ শিপন মিয়া(৩৬)।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মঈন উদ্দীন জানান, নিয়ম অনুযায়ী আসামিদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।