সাজ্জাদ হোসেন রাকিবঃ-‘যে মুখে মা, সে মুখে মাদক না’ এই প্রতিপাদ্য নিয়ে বুধবার সকালে ফুলগাজীর আমজাদহাটে মাদক বিরোধী গণসচেতনতা মূলক র্যালী, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আমজাদহাটের সর্বস্তরের জনসাধারণের আয়েজিত কর্মসুচিতে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সাধারণ মানুষ অংশগ্রহন করে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য শাখাওয়াত হোসেন মজুমদার দিদার, বিশিষ্ট সমাজসেবক ও বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আল মামুন,ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মফিজ উদ্দিন (মিয়া), ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ মোঃ সেলিম চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা নুর আহমদ (কোম্পানি), মুক্তিযোদ্ধা কামাল মেম্বার, ইউনিয়ন যুবলীগের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক সিফন পারভেজ, রেজাউল করিম রিপন,মনসুর আলম সাইফুল,মেহেদী খাঁন প্রমুখ।
এসময় বক্তারা আমজাদহাট ইউনিয়নে মাদক সরবরাহকারী, মাদক সেবী ও বিক্রয়কারী এবং সহযোগীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থাকে কঠোরহস্তে এসব বন্ধে আরো সক্রিয় হওয়ার আহ্বান জানান।