সাজ্জাদ হোসেনঃ ফুলগাজীর আমজাদ হাট ইউনিয়নের পুরাতন বাজার থেকে উত্তর তারাকুছা এবং পেনাপুস্করনী যাওয়ার সড়কের বেহাল দশা ছিলো।
সামান্য বৃষ্টি হলেই সাধারণ মানুষ, স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থী এবং গাড়ী চলাচল দুরূহ হয়ে পড়তো। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে স্থানীয় জনপ্রতিনিধিদের বেশ কয়েকবার অবগত করলেও কোন ব্যবস্থা গ্রহণ করেননি। এ রাস্তা দিয়ে জাফর ইমাম উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসার শত শত শিক্ষার্থী প্রতিদিন চলাচল করে। পরে এলাকার বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আল মামুন তার নিজস্ব উদ্যোগে এই সড়কের মেরামত করেন।
আল মামুন’র উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার সাধারণ মানুষ স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা।