নিজস্ব প্রতিনিধিঃ- ফেনীর ফুলগাজীতে পুকুরে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৫ জুলাই) দুপুরে উপজেলার আমজাদ হাট ইউনিয়নের মনিপুর গ্রামে এঘটনা ঘটে। মারা যাওয়া শিশুটির নাম আহনাফ উল ইসলাম। সে উপজেলার আমজাদহাট ইউনিয়নের মনিপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
শিশুটির বাবা সাইফুল ইসলাম জানান, রোববার দুপুরে শিশুটি বাড়ির উঠানে খেলছিলো। এসময় তার মা রান্নাঘরে ছিল। সে খেলাধুলার একপর্যায়ে সবার অগোচরে ঘরের পাশে পুকুরের পানিতে পড়ে যায়। শিশুটিকে না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে। একপর্যায়ে পুকুরে তার লাশ ভেসে ওঠে। স্হানীয় লোকজনসহ তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আমজাদহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মীর হোসেন মীরু পুকুরে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যুর সংবাদ নিশ্চিত করছেন।