ফুলগাজী প্রতিনিধিঃ ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়ন এ গত কয়েক মাসে বেশ কয়েকবার দিনেদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ১৬ আগস্ট দুপুরে আবারও আমজাদহাটের ভিতরের বাজারের মাস্টার ফার্মেসিতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এতে প্রায় নগদ ১০ হাজার টাকাসহ ১৫ হাজার টাকার মালামাল নিয়ে গেছে। এই ব্যাপারে ক্ষতিগ্রস্তরা বাজার ব্যবসায়ী সমিতি ও পুলিশ প্রশাসনকে অবহিত করেছেন।
গত কয়েক মাস আগে সিয়াম পোল্ট্রি নামে একটি দোকানে চুরির ঘটনা ঘটে এতে ব্যবসায়ীর প্রায় নগদ ৯০ হাজার টাকা চুরি করেন বলে জানান সিয়াম পোল্ট্রির মালিক আলাম। কিছুদিন আগেও আমজাদহাটের সরকার ব্রিকফিল্ডের সামনে মেইন রোড়োর পাশে একটি দোকানে চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত চোর সনাক্ত করতে পারেনি ফুলগাজী থানা পুলিশ।
স্থানীয় ব্যবসায়ী বিসমিল্লাহ্ ট্রেডার্সের স্বত্বাধিকারী শাখাওয়াত হোসেন দিদার জানান, দোকান চুরির ঘটনাটি শুনে ছুটে যাই ঘটনাস্থলে দোকানের মালিক থেকে বিস্তারিত শুনে ফুলগাজী থানা পুলিশকে অবহিত করি।
বাজার কমিটির সাধারণ সম্পাদক ডালিম মজুমদার মুঠোফোনে জানান, দিনে দুপুরে চুরি বিষয়টা খুবই ভয়ংকর। এসব ঘটনা নিয়ে চরম আতঙ্কে দিন কাটছে ব্যবসায়ীদের, তারা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
স্থানীয় সমাজসেবক মোহাম্মদ আল মামুন জানান, আমজাদহাট বাজারটি অনেক ঐতিহাসিক বাজার এই বাজারটিতে নানা ইউনিয়ন থেকে মানুষ এসে ব্যবসা বানিজ্য করে। পূর্বের যতগুলো চুরির ঘটনা ঘটেছে একটিরও সুষ্ঠ তদন্তের মাধ্যমে বিচার হয়নি, এতে বাজারের ব্যবসায়ীরা চরম ক্ষতিগ্রস্থ হচ্ছে।
ইউপি চেয়ারম্যান মীর হোসেন মীরু বলেন, রাতে বাজারে গ্রাম পুলিশ পাহারায় থাকে, তবে দিনে চুরি হলে কিছুই করার থাকেনা। ইতিমধ্যে প্রশাসন চুরির বিষয়টি জেনেছে তারাই ব্যবস্থা নিবে।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ এএনএম নুরুজ্জামান জানান, চুরির বিষয়ে মৌখিকভাবে অভিযোগ পেয়ে তদন্ত করছি। পূর্বের চুরির বিষয়টি মামলা হয়েছে, তবে একনো চোর সনাক্ত করা সম্ভব হয়নি। চোর সনাক্তে আমরা সর্বোচ্ছ চেষ্টা করছি।