ফুলগাজী প্রতিনিধিঃ ফুলগাজীতে ৯টি মাদক মামলার আসামি কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ ইব্রাহিমকে গ্রেপ্তার করেছে ফুলগাজী থানা পুলিশ।
পুলিশ হেডকোয়ার্টার নির্দেশনা অনুযায়ী সপ্তাহব্যাপী বিশেষ অভিযানের প্রথম দিন মঙ্গলবার সকালে ফুলগাজীর উত্তর শ্রীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ইব্রাহিম দীর্ঘদিন যাবৎ ফুলগাজীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। তার এই কর্মকান্ডের কারণে একদিকে যুবসমাজ মাদকে জড়িয়ে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে অন্যদিকে সামাজিক অবক্ষয় তৈরি হচ্ছে।
ফুলগাজীর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মঈন উদ্দীন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, ইব্রাহিম এলাকার চিহৃিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন পলাতক ছিলো। বিশেষ অভিযানের প্রথম দিনে তাকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে।