ফুলগাজী প্রতিনিধিঃ ফুলগাজীতে ১০ মামলার আসামি কুখ্যাত মাদক ব্যবসায়ী ডালিমকে দুই সহযোগী এয়াকুব ও মাসুমসহ গ্রেফতার গ্রেপ্তার করেছে ফুলগাজী থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
১৪ ডিসেম্বর মঙ্গলবার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু তাহেরর নেতৃত্বে এসআই সাইফুল ইসলাম, এসআই মোজাম্মেল হোসেন, এসআই আখতার হোছাইন, এসআই আমির হোসেনসহ পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে আনন্দপুর কালিরহাট বাজর থেকে তাদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন দক্ষিন আনন্দপুর গ্রামের মৃত আবুল খায়ের ও জাহানারা বেগমের ছেলে ১০ মামলার পলাতক আসামী মোহাম্মদ ডালিম(৩১)।
একই গ্রামের মোঃ শফিউল্যাহ ভূঁইয়া ও দেলোয়ারা বেগমের ছেলে মোঃ এয়াকুব হোসেন ভূঁইয়া প্রকাশ খোকন(২৬)। অন্যজন একই গ্রামের মৃত মিজানুর রহমান ও শাহেনা বেগমের ছেলে ফজলুর রহমান প্রকাশ মাসুম(২৬)।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মঈন উদ্দীন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীরা সীমান্ত এলাকা হইতে ইয়াবা সংগ্রহ করে ফেনী শহর সহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে। গ্রেফতারকৃত আসামি ডালিমের বিরুদ্ধে ১০টি মামলা ও বাকি দুই আসামির বিরুদ্ধে ৩টি করে মামলা রয়েছে। নতুন করে আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।