ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর বাজারের দক্ষিণে ফেনী -পরশুরাম আঞ্চলিক মহাসড়কের হাসানপুর নামক স্থানে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ট্রাভেল ব্যবসায়ী খোরশেদ খান (৪৫) নামে এক যাত্রী মারা গেছে।
জানা গেছে,আনন্দপুর বাজার সমাজের বাসিন্দা খোরশেদ খান ঢাকাস্থ আনন্দপুর সমিতির অর্থ সম্পাদক ও ফেনী সমিতিতে দায়িত্ব পালনের পাশাপাশি ঢাকার ফকিরাপুলে ট্রাভেল ব্যবসা ছিল।
আজ রবিবার ভোরে ফজরের নামাজ শেষে ঢাকার উদ্দেশ্যে খোরশেদ সিএনজি যোগে জেলা শহরে যাত্রার প্রাক্কালে(৫.১৫ মি.)এ দূর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, আশংকাজনক অবস্থায় অজ্ঞাত সিএনজি চালকসহ ২ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত খোরশেদ খানের বন্ধু বেলাল ভুঞা জানায়,আনন্দপুর সমাজের মরহুম রাজ্জাক খানের তৃতীয় পুত্র তিন সন্তানের জনক খোরশেদ ঢাকায় ব্যবসা করত।বড় মেয়ে ৭ম ও ছোট মেয়ে ৪র্থ শ্রেণিতে স্থানীয় স্কুলে পড়ালেখা করে।একমাত্র ছোট ছেলের বয়স তিন বৎসর।নিহত খোরশেদের ভাই জাফর খান বাংলাদেশ পুলিশের চাকুরীতে ঢাকায় কর্মরত আছেন।
খবর পেয়ে ফুলগাজী থানার এস আই মোঃ সেলিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।