নিজস্ব প্রতিবেদক : ফেনীর ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সার্বক্ষণিক মানুষের স্বাস্থ্য সেবায় কাজ করছেন দায়িত্বপ্রাপ্ত ডাক্তার, নার্স ও অন্যান্য সহযোগীরা। ইনডোর আউটডোর মিলে প্রতিদিনই প্রায় ১শ রোগীকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। এছাড়াও মোবাইল ফোনে প্রতিদিনই সেবা পাচ্ছে শত মানুষ। ছুটির দিনগুলোতে তারা বসে থাকতে পারেন না। এই করোনা দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।
দুর্যোগ মোকাবেলায় ও প্রতিরোধে মানুষকে চিকিৎসা সেবা দিতে গিয়ে নিজের পরিবারকে সামান্য একটু সময় দেয়ার সুযোগ খুঁজে পান না তারা। এ যেন এক আমৃত্যু সেবা কার্যক্রম।
মোবাইল ফোনে এমনটাই জানিয়েছেন ফুলগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবিএম মোজাম্মেল হক সোহেল। তিনি জানান, বাংলাদেশ করনা প্রাদুর্ভাব শুরু হওয়া থেকে এখন পর্যন্ত আমাদের সকল ডাক্তার নার্স সার্বক্ষণিক সেবা দিয়ে যাচ্ছে। হাসপাতালের আউটডোরে এবং ইনডোরে প্রতিদিন সেবা নিচ্ছে মানুষ। মোবাইল ফোনেও প্রতিনিয়ত সেবা দিয়ে যাচ্ছি সেখানে সকাল সন্ধ্যা কিংবা রাত দুপুর কোন কিছুই বিবেচ্য নয়।
তিনি আরো জানান, ফুলগাজীতে ইতিমধ্যেই একজন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। আমরা শুরু থেকেই এখন পর্যন্ত ফেনী জেনারেল হাসপাতালে একজন চিকিৎসকের তত্ত্বাবধানে আমার নির্দেশনা আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারা ওই রোগীকে বাড়িতেই নিরবিচ্ছিন্ন চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। ওই রোগীকে সকল ধরনের ওষুধপত্র ও অন্যান্য সেবা সহ প্রতিনিয়ত আমরা পরিচর্যা করছি।
এখন পর্যন্ত (৮ মে) করোনা আক্রান্ত পরিবারের ৪ জনসহ মোট ৪০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এর মধ্যে একজনের পজেটিভ এবং অন্য ১৭ জনের ফলাফল নেগেটিভ এসেছে। বাকি ২২ জনের ফলাফল অপেক্ষমান তালিকায় রয়েছে।