মোঃ সাইফুল ইসলাম মজুমদার : ফুলগাজীতে ডাক্তারী লাইসেন্স ও চেম্বার করার দায়ে চুক্ষু ডাক্তার মোঃ সিরাজ উদ্দিন (৫২) কে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রামমান আদালত। ২৫ এপ্রিল দুপুরে ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম এই ভ্রামমান আদালত পরিচালনা করেন।
ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জানান- ফুলগাজী বাজারের প্রাণকেন্দ্র আরজু সুপার মার্কেটে অপটিকেল আই কেয়ারের স্বত্বাধীকারী মোঃ সিরাজ উদ্দিন নিজেকে একজন চুক্ষু ডাক্তার হিসাবে পরিচয় দেন। এবং তার সাইন বোর্ড ও প্রেসক্রিপশানে রিফেকশনিষ্ট ও ফ্যাকালটি মেম্বার হিসাবে নিজেকে উপস্থাপন করে। যার প্রমান স্বরুপ কোন প্রমানাদি দেখাতে না পারায় ভ্রামমান আদালত তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
ভ্রামমান আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ ডালিয়া খানম। এ সময় বাজারের বেশকিছু ফার্মেসী দোকানকে বন্ধ থাকতে দেখা যায়।