মোর্শেদঃ ফেনীর ফুলগাজী উপজেলায় ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বিকেলে উপজেলা মিলনায়তনে এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম।এমদাদুল হকের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হরিকমল মজুমদার, ফুলগাজী সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম, যুবনেতা সালেহ আহমেদ মিন্টু, সাংবাদিক মোঃ মোর্শেদ প্রমুখ
ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাঃ সম্পাদক একরাম পাটোয়ারী, সাংবাদিক জামাল উদ্দিন সজীব প্রমুখ।
মুজিবনগর দিবসের আলোচনা সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পূর্বে একটি র্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে তৎকালীন কুষ্টিয়া জেলা বর্তমানে মেহেরপুর জেলার বৈদনাথতলার আম্রকাননে (বর্তমানে মুজিবনগর) প্রয়াত সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি করে প্রবাসী মুজিবনগর সরকার গঠিত হয়।এ সরকারের প্রধান সেনাপতি নিযুক্ত হন প্রয়াত জেনারেল আতাউল গনি ওসমানী।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামেই এ সরকারের নামকরণ করা হয় মুজিবনগর সরকার।