ফেনীর ফুলগাজীতে ২৭ নভেম্বর বুধবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ দোকানিকে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার দায়ে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফুলগাজী উপজেলার ধর্মপুর বাজার, আমজাদ হাট বাজার এবং কিল্লা দিঘির পাড় এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় বেশ কিছু দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়া যায়। ধর্মপুর বাজারে রফিক স্টোরকে ৩ হাজার টাকা, মিজান স্টোরকে ৫ হাজার টাকা, কিল্লাদিঘির পাড়ে রিয়দ স্টোরকে ২ হাজার টাকা ও হানিফ স্টোরকে ২ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়।
পরে মেয়াদোত্তীর্ণ পণ্য জনসম্মুখে ধ্বংস করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের ফেনী কার্যালয়ের টিম আমজাদ হাট যাওয়ার খবরে বাজারের সকল দোকান বন্ধ করে পালিয়েছে। যদিও আজকে হাট বাজার ছিল, তারা যে কোন উপায়ে অভিযানের খবর পেয়েছিল।
অভিযানে সহায়তা করে ফুলগাজী থানার একটি টিম এবং অভিযান চলাকালীন জনসচেতনতায় লিফলেট বিতরণ করা হয়। অভিযান অব্যাহত থাকবে।