নিজস্ব প্রতিবেদকঃ ফুলগাজী উপজেলার জিএমহাট হাজী মনির আহমেদ ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এবং এনসিসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান, অধ্যক্ষ এম ওয়াজি উল্লাহ ভূঁইয়ার ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
২১ আগষ্ট (শনিবার) সকালে জিএমহাট হাজী মনির আহম্মেদ ডিগ্রী কলেজ মিলনায়তনে স্মরণ সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ তমাল কান্তি পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক উপ কমিটির সদস্য অধ্যক্ষ এম ওয়াজিউল্লাহ ভূঁইয়ার একমাত্র সন্তান আবদুল কাদির ভুঁইয়া বাবু, কলেজের সহকারী অধ্যাপক অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান নুরুল ইসলামসহ শিক্ষক ছাত্র-ছাত্রী ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।