বিশেষ প্রতিনিধি : ফেনীর ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) একজন সদস্যর বিরুদ্ধে এক যুবককে বিদ্যুতের খুঁটির সাথে বেধে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে । তাঁর নাম রাহিফুল রাহান (২১)। তিনি পরশুরাম উপজেলার রাজশপুর গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। তবে মুন্সিরহাট এলাকার উত্তর শ্রীপুর গ্রামে নানার বাড়ীতেই বসবাস করেন।গতকাল বুধবার সকালে দরবারপুর ইউনিয়ন পরিষদের পাশেই এই নির্যাতনের ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় ইউপি সদস্য ছলিম উদ্দিনসহ ৩ জনের নাম উল্লেখ করে ফুলগাজী থানায় একটি মামলা হয়েছে। পুলিশ ইউপি সদস্য ছলিম উদ্দিন (৫৫) ও তাঁর সহযোগী মো. বাবুকে (৩০) গ্রেপ্তার করেছে।
পুলিশ ও নির্যাতনের শিকার ওই যুবক রাহিফুল রাহান জানান, একটি কাল্পনিক অপহণের অভিযোগে ইউপি সদস্য ছলিম উদ্দিন ও তাঁর সহযোগীরা বুধবার সকালে রাহিফুল রাহানকে মুন্সিরহাট বাজারে একা পেয়ে জোর করে ধরে স্থানীয় দরবার ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনের পাশে নিয়ে যায়। সেখানে ইউপি সদস্য ছলিমসহ তাঁর সহযোগীরা রাহিফুলকে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে বেধে এলোপাথাড়ী পিটিয়ে আহত করে। পরে স্থানীয় কিছু লোক এগিয়ে এসে ওই যুবকের বাঁধন খুলে দেয়। ছাড়া পেয়ে ওই যুবক ফুলগাজী থানায় গিয়ে ইউপি সদস্য ছলিম উদ্দিনসহ তিন জনের বিরুদ্ধে মামলা করেন।
ফুলগাজী থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো.আশ্রাফুল আলম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, পুর্ব শত্রুতার জের ধরে বুধবার সকালে ইউপি সদস্য ছলিম উদ্দিন ও তাঁর সহযোগীরা দরবারপুর ইউনিয়ন পরিষদের পাশেই একটি বৈদ্যুতিক খুঁটির সাথে হাত বেধে ওই যুবককে এলোপাথাড়ী পিটিয়ে আহত করার সত্যতা নিশ্চিত করেন।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কুতুব উদ্দীন এক যুবককে বৈদ্যুতিক খূঁটির সাথে বেধে পিটিয়ে আহত করার ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, যুবককে নির্যাতনের অপরাধে ইউপি সদস্যসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।