নিজস্ব প্রতিবেদক : সারাদেশে মহামারী করোনাভাইরাস এখন ব্যাপক আকার ধারণ করছেন। খুব শীঘ্রই হয়ত আমরা ভয়াবহ পরিস্থিতিতে অবনত হচ্ছি। এমন পরিস্থিতি মোকাবেলায় সবাইকে ঘরে থাকার অনুরোধ জানিয়েছেন সরকার ও কর্তৃপক্ষ। কিন্তু অনেকেই মানছি না। ইতিমধ্যে দেশের বেশ কয়েকটি এলাকায় লকডাউন ঘোষণা করা হয়েছে এরমধ্যে ঢাকা-চট্টগ্রাম নারায়ণগঞ্জ গুরুত্বপূর্ণ।
গত কয়েকদিন যাবৎ ফুলগাজীতে ঢাকা-চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ থেকে বেশ কয়েকজন এসেছেন।
এদের মধ্যে মুন্সিরহাট ইউনিয়নের ফতেপুর গ্রামে ঢাকার বাসাবো থেকে সুমন মুগদা থেকে পলাশ নামে দুজন ব্যক্তি এসেছেন। সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় এবং এদেরকে ঘুম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে ওই এলাকা লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
ফুলগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাম্মেল হক জানান, তাদের মধ্যে এখন পর্যন্ত কোনো রকম উপসর্গ বা লক্ষণ দেখা যায়নি। তবে সম্ভাব্য ঝুঁকি প্রতিরোধে আমরা তাদেরকে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করে লকডাউন করেছি।
অন্যদিকে দরবারপুর ইউনিয়নের ধলিয়াতে ১ জন ঢাকা থেকে এসেছেন এবং জিএমহাটে একই পরিবারের ৪ জন ঢাকা থেকে এসেছেন। সম্ভাব্য ঝুঁকি প্রতিরোধ করতে আজকে ধলিয়া এবং জিএমহাট লকডাউন করতে পারে উপজেলা প্রশাসন।
এ বিষয়ে জানতে ফুলগাজী উপজেলা নির্বাহি অফিসার সাইফুল ইসলাম সোহেলকে ফোন করা হলেও কথা বলা সম্ভব হয়নি।