ফেনীর ফুলগাজীতে আয়োজিত বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে উপজেলা পর্যায়ে আমজাদহাট ইউপি একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
১৫ সেপ্টেম্বর (রবিবার)বিকালে ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।বিকেলে অনুষ্ঠিতব্য এ খেলায় আমজাদহাট ইউপি একাদশ দরবারপুর ইউপি একাদশকে ২-০ গোলে হারিয়ে বিজয়ী হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী দিনে বর্ণাঢ্য এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম।
ফুলগাজী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজিম উদ্দিন মজুমদারের সঞ্চালনায় বর্নাঢ্য এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরা আজিজ, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোছাম্মৎ সাবিনা ইয়াসমিন,ফুলগাজী উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী জামাল উদ্দিন, আমজাদহাট ইউপি চেয়ারম্যান মীর হোসেন মীরু, দরবারপুর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন মজুমদার ও ফুলগাজী সদর ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম প্রমুখ ।
অনুষ্ঠানে প্রধান অতিথি আবদুল আলিম খেলায় বিজয়ী দল আমজাদহাট ইউপি একাদশকে চ্যাম্পিয়ন ট্রপি প্রদান করেন।এ ছাড়া রানার্সআপ দল হিসেবে দরবারপুর ইউপি একাদশকে অতিথিবৃন্দ ট্রপি প্রদান করেন। ফাইনাল খেলা উপলক্ষে অপ্রীতিকর ঘটনা এড়াতে ফুলগাজী থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা আইন-শৃঙ্খলা দায়িত্বে নিয়োজিত ছিল।
– মোর্শেদ।