ফুলগাজী প্রতিনিধি : ফুলগাজীতে ১১ বোতল ফেন্সিডিল ও ১টি মোটরসাইকেলসহ সরোয়ার হোসেন (৩৮) নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে বিজিবি। শুক্রবার দুপুরে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের নোয়াপুর বিওপির বিজিবি সদস্যরা তাকে আটক করে।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)উপ-অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল ফারুকী, পিএসসি জানান শুক্রবার আনুমানিক সোয়া ১টার দিকে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর নোয়াপুর বিওপির টহলদল কর্তৃক অভিযান পরিচালনা করে ফেনীর ফুলগাজী উপজেলাধীন সীমান্ত পিলার ২১৩৩/৭-এস এলাকা দিয়ে ভারতীয় মাদক ব্যবসায়ী মোঃ দেলোয়ার হোসেন এর নিকট হতে সেবনের উদ্দেশ্যে ফেন্সিডিল ক্রয় করে নিয়ে আসার সময় আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে নোয়াপুর নামক স্থান হতে ১১ বোতল ফেন্সিডিল এবং একটি মোটর সাইকেলসহ সরোয়ার হোসেন নামে এক মাদক চোরাকারবারীকে আটক করা হয়। যার সিজার মূল্য ৮৪,৪০০/- (চুরাশি হাজার চারশত টাকা)।
আটক সরোয়ার হোসেন উপজেলার মুন্সীরহাট
ইউনিয়নের নোয়াপুর গ্রামের মৃত হিরু মিয়ার
ছেলে ও আটক সরোয়ার ফুলগাজী উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক।