মোর্শেদঃ ফেনীর ফুলগাজীতে উপজেলা আওয়ামী লীগের আয়োজিত ২৩ জুন (রোববার) এক বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলগাজী উপজেলার চেয়ারম্যান আবদুল আলিম।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী জামাল উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন মজুমদার, জেলা আওয়ামী লীগের সদস্য ও মুন্সীরহাটের ইউপি চেয়ারম্যান নুরুল আমিন,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আনন্দপুরের ইউপি চেয়ারম্যান হারুন মজুমদার, উপজেলা যুবলীগের সভাপতি ছালেহ আহমেদ মিন্টু,সাঃ সম্পাদক একরাম পাটোয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মোর্শেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ, সাঃ সম্পাদক শামীমসহ ভাতৃপ্রতীম সকল সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে নেতৃবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে ফুলগাজীর দলীয় কার্যালয় বঙ্গবন্ধু কমপ্লেক্সে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।