জহিরুল ইসলাম জাহাঙ্গীর : ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়ন ফেনী – পরশুরাম সড়ক মজুমদার ব্রিকফিল্ড সংলগ্ন মজুমদার বাড়ি সড়কের সামনে সোমবার বিকেল ৫.৩০ টায় রাস্তা পারাপারের সময় ফেনী থেকে আসা ফেনী ১১-০৪১৯ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মায়ের সামনেই তার একমাত্র শিশু সন্তান মোঃ হাবিবুর রহমান আয়াত( ৫) দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
ছেলেটির বাবা বাহরাইন প্রবাসী মাহমুদুল হাসান লিংকন মাতা ইয়াসমিন সুলতানা, থানাপাড়া ,ছাগলনাইয়া ফেনী থেকে নানার বাড়িতে বেড়াতে এসে ঠিক নানার বাড়ির সামনেই রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনায় শিশুটির মৃত্যু ঘটে।
প্রতিবেদন জানান, শিশুটির মা সিএনজি থেকে নেমে সিএনজির ভাড়া দেয়ার প্রাক্কালে শিশুটি অতি উৎসাহিত হয়ে নানার বাড়িতে এসেছে এই আনন্দে রাস্তা পারাপারের প্রাক্কালে তার জীবনে শেষ নানার বাড়িতে লাশ হয়ে আসা। ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের কাছে এই কথা শুনে আমি নিজেই আহত হয়েছি।