নিজস্ব প্রতিনিধি : ফেনীর ফুলগাজীতে ২০জন দুস্থ মহিলাদের টার্কি মুরগি পালনের উপর ২ দিন ব্যাপি প্রশিক্ষন ও মোরগ বিতরন অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুন (মঙ্গলবার) দুপুরে ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণের সমাপনী দিনে প্রশিক্ষন ও মোরগ বিতরন অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ ও টার্কি মোরগ বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার, সোনাগাজী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মহিউদ্দিন চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হরিকমল দাস ও মুন্সিরহাট ইউনিয়ন চেয়ারম্যান ভিপি নুরুল আমিনসহ প্রমুখ।
অনুষ্ঠানে এডিপি প্রকল্পের আওতায় ইউনিয়নের ২০ জন দুস্থ মহিলাদের মাঝে ২ দিন ব্যাপি টার্কি মোরগ প্রশিক্ষনের সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের মাঝে মোরগ বিতরন করেন।