জহিরুল ইসলাম জাহাঙ্গীর: বৃহস্পতিবার সকালে ফেনীর ফুলগাজীতে, উপজেলা কনফারেন্স রুমে স্থানীয় সাংসদ এর ঐচ্ছিক নিজস্ব তহবিল থেকে উপজেলার ছয়টি ইউনিয়নের ২৮ জন দুস্থ প্রতিবন্ধীদের মাঝে ৩ হাজার টাকা করে মোট ৮৪ হাজার টাকা অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
উক্ত বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুদানের চেক বিতরণ করেন ফেনী-১ এর সংসদ সদস্য শিরীন আখতার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম, ফুলগাজী থানার অফিসার ইনচার্জ মোঃ কুতুব উদ্দিন, জাসদ উপজেলা কমিটির সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক বিনোদ বিহারী বিশ্বাস ভানু প্রমুখ।