ফুলগাজী প্রতিনিধিঃ ফুলগাজী সদরের উত্তর দৌলতপুরে সামাজিক সংগঠন দিশারী সমাজ কল্যাণ সংস্থা’র উদ্যোগে ফ্রী করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন ক্যাম্পেইন করা হয়েছে।
৩ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত উত্তর দৌলতপুর বাইতুল আমান জামে মসজিদের সামনে ফ্রী করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন ক্যাম্পে গ্রামের শতাধিক নারী-পুরুষের রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে সংগঠনের সদস্যরা।
ফ্রী করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন কার্যক্রমে অংশগ্রহণ করেন দিশারী সমাজ কল্যাণ সংস্থা’র সভাপতি জহিরুল ইসলাম রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ইমন, সাংগঠনিক সম্পাদক শফি উল্লাহ সোহেল, কোষাধ্যক্ষ মোঃ আজিম, প্রচার সম্পাদক মোঃ নুরুল আমিন নুরু, ক্রীড়া সম্পাদক মোঃ মেহেরাজ।
এছাড়াও সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ আরিফুল ইসলামসহ সংগঠনের সিনিয়র ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম রাজু জানান, গত কয়েক মাস আগে আমাদের সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। ইতিমধ্যে আমরা গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি, ইসলামিক লিফলেটিং, বন্যায় ভেঙে যাওয়া বেশ কয়েকটি সড়ক মেরামত করেছি। কর্মসূচির অংশ হিসেবে গ্রামের শতাধিক নারী-পুরুষের ফ্রী করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন সম্পন্ন করেছি। ফ্রী ব্লাড গ্রুপ ক্যাম্পেইন ও মেডিকেল ক্যাম্পেইনের পরিকল্পনা হাতে রয়েছে।