মোর্শেদ : দেশব্যাপী ডেঙ্গু ও গুজব প্রতিরোধে চলমান কর্মসূচির অংশ হিসেবে ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সীরহাট আলী আজম স্কুল অ্যান্ড কলেজ ও ইসলমীয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক কর্মসূচি পালিত হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কুতুবউদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরা আজিজ দুই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান মোঃ শাহ আলম, মোঃ ইসমাইল হোসেন প্রমুখ।
বক্তারা ডেঙ্গু ও গুজব প্রতিরোধে জনগনসহ সকল ছাত্র-ছাত্রীদের এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন,গুজবে জড়িয়ে কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না।যারা অপরাধী তাদের আইনের আওতায় আনতে হবে।বক্তারা ইসলাম ধর্মের প্রসঙ্গে বলেন, ইসলাম শান্তির ধর্ম,এখানে সহিংসতা করার কোন সুযোগ নেই।কাউকে হত্যা করা যেমন আইনে নিষিদ্ধ তেমনি ধর্মেও নিষিদ্ধ।