নিজস্ব প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবে “শুভ জন্মাষ্টমী” শুক্রবার দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলগাজী শাখার আয়োজনে এক শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে পূজা উদযাপন পরিষদ ফুলগাজী শাখার আহবায়ক প্রদীপ বণিক এর নেতৃত্বে , যুগ্ম আহ্বায়ক দুলাল বৈদ্য, সদস্য সচিব বিপ্লব দত্ত ও পরিষদের সকল সদস্যবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বী ভক্তদের অংশগ্রহণে ফুলগাজী বিজয়পুর লোকনাথ মন্দিরে একত্রিত হয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা শেষে মন্দিরের সামনে থেকে একটি শোভাযাত্রা ফুলগাজী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উক্ত শোভাযাত্রার সকল সদস্যবৃন্দ ফেনী জয় কালী মন্দিরের সামনে জেলা পূজা উদযাপন পরিষদের অনুষ্ঠানে যোগ দেয়।
অপরদিকে সকাল ৯টায় জন্মাষ্টমী পূজা উদযাপন পরিষদ ফুলগাজী উপজেলা শাখার আয়োজনে ফুলগাজী বাজার জগন্নাথ বাড়ির সামনে থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার জগন্নাথ বাড়িতে গিয়ে এক আলোচনা সভা মধ্য দিয়ে শেষ হয়।