নিজস্ব প্রতিবেদক : ফেনীর ফুলগাজীতে সদর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি নুরুল ইসলাম রায়হান’র উদ্যোগে ছাত্রলীগ পরিবার ও সমাজের মধ্যবিত্ত পরিবারের মাঝে চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করেছে।
৮ই এপ্রিল রাতে ছাত্রলীগের একটি টিম ফুলগাজীর বিভিন্ন গ্রামে বিভিন্ন ইউনিটের ছাত্রলীগ পরিবার ও সমাজের মধ্যবিত্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন।
রায়হান জানান, মহামারী করোনা ভাইরাসের কারণে ছাত্রলীগ পরিবারও আজ অসহায়। অন্যদিকে সমাজের কিছু মধ্যবিত্ত পরিবার আছে যারা লাইনে দাঁড়িয়ে সহযোগিতা নিতে লজ্জা পায়। তাদের জন্যই আমাদের এই উদ্যোগ। প্রাথমিকভাবে আজকে আমরা ৩০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।