নিজস্ব প্রতিবেদক : ফুলগাজীতে ঘনঘন বৈদ্যুতিক লোডশেডিং শুরু হয়েছে। ভ্যাপসা গরম ও ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। উপজেলার বিভিন্ন স্থানে গড়ে প্রতিদিন ৪-৬ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না বলে জানা গেছে।
এলাকাবাসী জানান, উপজেলা সদরসহ প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাটের পাশাপাশি বিদ্যুতের লুকোচুরি খেলাও হচ্ছে। একবার গেলে দীর্ঘ সময় পর্যন্ত বিদ্যুৎ আসে না। মাঝে মধ্যেই ঘণ্টায় পাঁচ থেকে ছয় বার বিদ্যুৎ যাওয়া আসা করে বলে জানায় তারা।
স্থানীয় এক দোকানদার বলেন, আগে বিদ্যুৎ মাঝে মাঝে যাইতো কিন্তু এখন মাঝে মাধ্যে আসে। গরম এলে কর্মকর্তারা গাছের ডাল পালা কাটা ও বিভিন্ন অজুহাতে বিদ্যুৎ বন্ধ করে রাখে। জনমনে প্রশ্ন রাতে ও কি কর্মকর্তারা ডালপালা কাটে?।
ফুলগাজী পল্লী বিদ্যুৎ অফিসে এ বিষয়ে জানতে চাইলে তারা জানায়, লাইন সক্রান্ত ত্রুটির জন্য সাময়িক বন্ধ রযেছে।
কিন্তুু সদ্য এইচ এস সি পরিক্ষার্থী ও স্থানীয়রা জানান, দৈনিক কয়েক বার লোডশেডিংয়ের কবলে পড়ে এক দিকে পরীক্ষার পড়া পড়তে অসুবিধা হচ্ছে। অন্যদিকে অসুস্থ রোগি ৫০-৬০ অর্ধ্বে বৃদ্ধাদের পোহাতে হয় বাড়তি দূর্ভোগ। একদিকে গ্রীস্মকালীন তাপমাত্রা বৃদ্ধি অন্যদিকে ঘন ঘন লোডসাটিং’র ফলে জনজীবন অতিষ্ট।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি বলেন, ফেনী জেলায় বিদ্যুৎ এর চাহিদা ৭০ মেঃ ওঃ অথচ সরবরাহ ৩০ মেঃ ওঃ। এখন জনমনে প্রশ্ন? সরকার নতুন নতুন বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনের যে খবর দিচ্ছে সে সব বিদ্যুৎ কোথায় যাচ্ছে???