ফেনীর ফুলগাজীতে ইয়াবা বড়িসহ এক যুবককে গ্রেপ্তার করেছেন বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। তার নাম জুবায়ের হোসেন ওরফে রনি (২০)। তিনি উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের দক্ষিণ কামাল্লা গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (২মে) দুপুরে সীমান্ত এলাকা বদরপুর গ্রাম থেকে তাকে ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করা হয়েছে।
নোয়াপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার মো.আবদুল মালেক জানান, বৃহস্পতিবার দুপুরে সীমান্ত এলাকায় বদরপুর প্রধান সড়ক দিয়ে বিজিবির টহলকারী দল যাচ্ছিলেন। বিজিবিকে দেখে দৌড়ে পালানোর সময় জুবায়ের হোসেন ওরফে রনিকে (২০) গ্রেপ্তার করা হয়।এসময় তাঁর দেহ তল্লাশি করে ৯ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কুতুব উদ্দীন ইয়াবা বড়িসহ জুবায়ের হোসেন ওরফে রনি নামে এক যুবককে গ্রেপ্তারের বিষয় সত্যতা নিশ্চিত করে বলেন, নোয়াপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার আবদুল মালেক বাদি হয়ে তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে ফুলগাজী থানায় মামলা রুজু করেছেন।