নিজস্ব প্রতিবেদক : সারা বিশ্বের ন্যায় ফুলগাজীতে মহামারী করোনা ভাইরাসের কারনে সৃষ্ট দুর্যোগে অসহায়দের মাঝে ত্রান বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিআরডিবি’র চেয়ারম্যান মোঃ সেলিম।
৯ এপ্রিল বৃহস্পতিবার বিকালে ফুলগাজী উপজেলা বিআরডিবি অফিস প্রাঙ্গনে মোঃ সেলিম’র ব্যক্তিগত তহবিল থেকে গরীব, অসহায়, হতদরিদ্র, কর্মহীন ও আওয়ামীলীগ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
এসময় ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আলিম মজুমদার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও আনন্দপুর ইউপি চেয়ারম্যান হারুন মজুমদার, উপজেলা যুবলীগের সভাপতি ছালেহ আহম্মদ মিন্টু, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শামিম মজুমদারসহ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামীলীগ এর নেতাকর্মীরা উপস্থিত ছিলো।
মোঃ সেলিম জানান, হতদরিদ্র, দিনমজুর, কর্মহীন ও ইউনিয়নের আওয়ামী লীগ পরিবারসহ প্রাথমিকভাবে ১৮০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। এবং আরো ২০০ পরিবারের জন্য খাদ্য সামগ্রী প্রস্তুত করেছি আমরা ক্রমান্বয়ে বিতরণ করে যাব। আমাদের এই ত্রান বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।