আবু ইউসুফ মিন্টু: পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছমিন আকতার’র নেতৃত্বে পরশুরামে ডেন্টাল ক্লিনিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৪টি প্রতিষ্ঠানে ২৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে। এসময় উপস্থিত ছিলেন ফেনী ঔষদ প্রশাসনের তত্বাবধায়ক সালমা সিদ্দিকা।
মঙ্গলবার (২৪ডিসেম্বর) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পরশুরামের হাসপাতালের রোডের সায়মা ডেন্টাল ক্লিনিক কে ২০ হাজার টাকা, খলিলের ফলের দোকান কে ১হাজার টাকা, আলাউদ্দিনের কোকারিজ ও একটি মুদি দোকানকে ১ হাজার টাকা করে সর্বমোট ২৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছমিন আকতার ফুলগাজী নিউজ ডটকম’কে জানান, বিভিন্ন অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪টি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনসচেতনতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যহত থাকবে।