আবু ইউসুফ মিন্টু : পরশুরামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি দোকানে ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরশুরাম উপজেলা সহকারী কমিশনার (ভুমি) হাছিনা আক্তারের নেতৃত্বে সোমবার (২৬আগষ্ট) উপজেলার হাটবাজারে অভিযান পরিচালিত হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিসমিল্লা বেকারীতে নোংরা পরিবেশে খাবার উদপাদন, বিএসটি আইয়ের অনুমোদন না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও কালামের মুদি দোকানে ২ হাজার টাকা, মমিনের কনফেকশনরী ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরশুরাম উপজেলা সহকারী কমিশনার (ভুমি) হাছিনা আক্তার জানান খাদ্যে ভেজালমুক্ত ও স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা করেছে। নিয়মিত ভাবে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হবে।