আবদুল মান্নানঃ-ফেনীর পরশুরামে যথাপুযোক্ত সম্মান ও মর্যাদায় মহান স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক,ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, পরশুরাম উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল করিম মজুমদার (খোকা মিয়া) ২৭তম মৃত্যুবার্ষিকী পালান করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার(২৬ জুন) সকালে পরশুরাম উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন সহ পরশুরাম সরকারি কলেজ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ মরহুমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
একইসাথে মরহুমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে মরহুমের বিদায়ী আত্মার মাগফিরাত কামনায় পরশুরাম উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা খোকা মিয়া মিলনায়তনে কোরআন খতম, মিলাদ ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয় এবং পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেনী জেলা আওয়ামীলীগের সভাপতি(ভারপ্রাপ্ত) এডঃ হাফেজ আহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন, মরহুম আমিনুল করিম মজুমদার (খোকা মিয়ার) সুযোগ্য সন্তান ফেনী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এনামুল করিম মজুমদার বাদল,ফেনী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ,কে,এম শহিদুল্লাহ খোন্দকার, পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল।