আবু ইউসুফ মিন্টু : বঙ্গবন্ধু বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৯ উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রাসেলুল কাদের এর সভাপতিত্বে বৃহস্পতিবার (১৮ জুলাই) অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো মিজানুর রহমান,
বক্সমাহমুদ ইউপি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, মির্জানগর ইউপি চেয়ারম্যান মো নুরুজ্জামান ভুট্টো, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো ইয়াছিন শরীফ মজুমদার, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শফিকুল হোসেন মহিম প্রমুখ।
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপে বালিকা দলে চ্যাম্পিয়ন হয়েছেন মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়,বালক দলে চ্যাম্পিয়ন বক্সমাহমুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়।