পরশুরাম প্রেসক্লাবের সভাপতি ও ফুলগাজী নিউজ ডট কম’র পরশুরাম প্রতিনিধি আবু ইউসুফ মিন্টু সন্ত্রাসী হামলায় আহত
শনিবার দুপুরে ফেনীর পরশুরামের চিথলিয়া ইউনিয়নের আলা উদ্দিন আহম্মেদ চৌধুরী নাসিম দাখিল মাদ্রাসা মাঠে আ’লীগের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
আহত মিন্টুকে প্রথমে ফুলগাজী হাসপাতালে এবং পরে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফেনীর সদর হাসপাতালের ডাঃ জামাল জানান, গুরুতর আহত অবস্থায় হানা হলে সাধারন চিকিৎসা দিয়ে সিটিস্ক্যান করতে পাঠানো হয়েছে। তিনি অবচেতন আছেন। সিটিস্ক্যানে রক্তখরন পাওয়াগেলে ফেনী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া যাবে না। ঢাকায় প্রেরণের করা হতে পারে।
উল্লেখ্য ৩আগষ্ট ফেনীর পরশুরামের ধনিকুন্ডা এলাকায় বাংলাদেশ সরকারের মাননীয় পানি সম্পদ উপ-মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক একে এম এনামুল হক শামিম এমপি ও বাংলাদেশ সরকারের সংসদ উপনেত্রী মতিয়া চৌধুরি এমপির উপস্থিতিতে আওয়ামী লীগের ত্রান বিতারনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুপুর ২টা ৩০ মিনিটের দিকে অনুষ্ঠান শেষে এই হামলা চালায় কয়েকজন যুবক।