পেয়ার আহাম্মদ চৌধুরী, পরশুরাম : পরশুরামে তথ্য অধিকার আইন ২০১৯ এর উপর জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। তথ্যের অবাধ প্রবাহ সৃষ্টি ও নাগরিকের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিতকরণের মাধ্যমে জনগণের ক্ষমতায়নের নিমিত্তে এ তথ্য অধিকার আইন প্রনীত হয়েছে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) পরশুরাম উপজেলা খোকা মিয়া মিলনয়াতনে তথ্য কমিশন ঢাকা ও পরশুরাম উপজেলা প্রশাসন এর যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাসেলুল কাদের এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা তথ্য কমিশনের সাবেক পরিচালক ভূইয়া মোঃ আতাউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব কামাল উদ্দিন মজুমদার, ভাইস- চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মির্জানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টু, বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) হাসিনা আক্তার সহ সভায় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা জনপ্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ অংশগ্রহণ করেন।