এম নিজাম উদ্দীন মজুমদার সজিবঃ মাহে রবিউল আউয়াল উপলক্ষে ফেনীর পরশুরামের মির্জানগর ইউনিয়নের আশ্রাফপুর আলহাজ্ব আবিদুর রহমান ফাতেমা খাতুন কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে ক্বেরাত,হামদ-নাত ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ নভেম্বর দিন ব্যাপী মাদ্রাসা ময়দানে উক্ত প্রতিযোগীতায় দেশে এবং দেশের বাইরে প্রতিযোগীতায় অংশগ্রহনকারী কুরআনে হাফেজ এবং ইসলামী সংগীত শিল্পীরা অংশ গ্রহন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রাস্টের সভাপতি, ঢাকা স্টক এক্সেঞ্জের প্রাক্তন চেয়ারম্যান ও বর্তমান পরিচালক আলহাজ্ব রকিবুর রহমান। অন্যান্যের মাঝে বিশেষ অতিথি ছিলেন পরশুরাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল,মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মাওলানা আজিজুল হক,মির্জানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক,জনপ্রতিনিধী, রাজনৈতিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
ক্বেরাত,হামদ-নাত প্রতিযোগীতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধীক প্রতিযোগী অংশ নেয়।শেষে বিজয়ী প্রতিযোগীদের মাঝে অতিথীবৃন্দ পুরস্কার তুলে দেন।