পরশুরাম প্রতিনিধি : ফেনীর পরশুরামের মির্জানগর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ জাহেদের বিরুদ্ধে ত্রানসহ বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগ এনে একই ওয়ার্ডের মাইদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য সহ স্থানীয় ১০ জন চিঠি দিয়েছে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর। বুধবার (২২ এপ্রিল) তিনি এ বিষয়ে সাংবাদিকদেরকে অবহিত করেন।
অভিযোগ বলা হয়, সরকারের নিয়মনীতির তোয়াক্কা না করে ব্যক্তিস্বার্থে একাধিক টি আর এর মাধ্যমে গাইড ওয়াল, নিজ বাড়িতে ড্রেন নির্মাণ করে। এ ছাড়াও সরকারের বরাদ্দকৃত দরিদ্রদের ঘর না দিয়ে নিজের আত্মীয় স্বজনকে বেআইনিভাবে ঘর বরাদ্দ দেয়। সম্প্রতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বরাদ্দকৃত ত্রাণ অসহায় হত দরিদ্রদের না দিয়ে নিজের আত্মীয়দের মাঝে ত্রাণ বিতরণ করছেন। এমন বেশ কয়েকটি অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে।
এ বিষয়ে মির্জানগর ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টু জানান, ইউপি সদস্য জাহেদ ও অভিযোগকারী ব্যক্তিদের সাথে বেশ কয়েক বছর যাবৎ একটি পুকুর ও জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। পারিবারিক এই দ্বন্দ্ব এবং বিরোধের জেরে ইউপি সদস্যদের বিরুদ্ধে জেলা প্রশাসক’র কাছে অনিয়মের অভিযোগ করেছে তারা। বাস্তবে এসব অভিযোগের কোনো অস্তিত্ব নাই।
এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য জাহেদ অভিযোগ অস্বীকার করে জানান, পারিবারিক ও জায়গা জমি নিয়ে বিরোধ নিয়ে আমার বিরুদ্ধে এই অভিযোগ দেয়া হয়েছে প্রকৃতপক্ষে এবং অন্যান্য সরকারি বরাদ্দ নিয়ে আমি কোনো অনিয়ম করিনি আশা করছি জেলা প্রশাসক মহোদয় আমার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করে দেখবেন। যদি অভিযোগ প্রমাণিত হয় তবে যে কোনো শাস্তি আমি মাথা পেতে নেব। গত নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন তাদের একজন। আমাকে ঘায়েল করতে পারিবারিক দ্বন্দ্ব নিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তারা।