ফুলগাজী প্রতিনিধিঃ পুলিশ থেকে বাঁচতে সূদুর পঞ্চগড়ে গিয়েও রেহাই পেল না ৭ মামলার পলাতক আসামী বিএনপি নেতা মোঃ শাহজাহান প্রকাশ সবুজ মেম্বার।
৬ ডিসেম্বর সোমবার ফুলগাজী থানার এএসআই সঞ্জয় ভট্টাচার্য ও এএসআই নুরুজ্জামানসহ পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে তথ্যপ্রযুক্তির মাধ্যমে পঞ্চগড় সদর থেকে তাকে গ্রেফতার করে।
মোঃ শাহজাহান প্রকাশ সবুজ মেম্বার ফুলগাজী মুন্সিরহাট এলাকার ফতেপুর গ্রামের বাসিন্দা মৃত আবুল বশরের ছেলে। সে পল্টন থানা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও ফুলগাজী উপজেলা জাসাস’র সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্বরত।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মঈন উদ্দীন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, ৭টি মামলার গ্রেপ্তারি পরোয়ানা মুলে তাকে পঞ্চগড় সদর থেকে গ্রেফতার করা হয়েছে।