এম নিজাম উদ্দীন মজুমদার সজিবঃ ফেনীর ছাগলনাইয়ার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জয়পুর সরোজিনী উচ্চ বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থী আলীম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যার সাথে জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।আজ২৩ এপ্রিল মঙ্গলবার সকালে বিদ্যালয় মাঠে ঘন্টাব্যাপী আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন নুসরাত শুধু একটা মেয়ের নাম নয়, নুসরাত এখন সারা বাংলাদেশ সহ গোটা বিশ্ববাসীর কাছে একটি সাহসী,প্রতিবাদী ও পরিচিত একটি মেয়ের নাম। নুসরাত সারা বিশ্বের নারী জাতিকে শিখিয়ে গেছে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়। নিজের প্রাণের বিনিময়ে হলেও অন্যায়কারীকে বিচারের কাঠগড়ায় কিভাবে দাঁড় করাতে হয় তা আমাদের শিখিয়েছে পরপারে পাড়ি জমানো নুসরাত। সোনাগাজীর প্রতিবাদী মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানি ও অগ্নিদগ্ধ করে নৃশংসভাবে পুঁড়িয়ে মারার প্রতিবাদে ও সঠিক তদন্তপুর্বক প্রকৃত খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে উক্ত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওমর ফারুক বলেন , শিক্ষক নামধারী যে অধ্যক্ষ কর্তৃক নুসরাত নামক ছাত্রী যৌন হয়রানির শিকার হয় এবং পরবর্তীতে তাকে আগুনে পুড়ে নৃশংসভাবে হত্যা করা হয় তাতে আমরা শিক্ষক সমাজ লজ্জিত। শিক্ষকের কাছ থেকে এমন অশোভন আচরণে আমরা শিক্ষক হিসেবে চোখ দেখাতে লজ্জাবোধ করছি এবং এমন অমানবিক কাজের দৃষ্টান্ত মুলক বিচার দাবী করছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওমর ফারকের সভাপতিত্বে ও সিনিয়র সহকারী শিক্ষক শিব প্রসাদ বিশ্বাসের সঞ্চালনায় এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জয়পুর সরোজিনী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মোমিনুল হক পাটোয়ারী, শুভপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা কালীপদ বিশ্বাস, দৈনিক যুগান্তর ছাগলনাইয়া প্রতিনিধি নুরুজ্জামান সুমন, সাপ্তাহিক আজকের প্রতিক্রিয়া পত্রিকার প্রধান সম্পাদক এবিএম নিজাম উদ্দিন, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, সহকারী শিক্ষিকা মুতা রাণী দাস, সহকারী শিক্ষক হেছাম উদ্দিন আহমেদ, পূর্ব ঘোপাল একতা সংসদ’র সভাপতি মোশারফ হোসেন, অভিযান সংসদের সদস্য সামছুল হুদা। এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় ব্যক্তিবর্গ উক্ত মানববন্ধনে অংশ নেয়। বক্তারা নুসরাত হত্যার সঠিক তদন্ত করে হত্যার সাথে জড়িতদের দ্রুত বিচার কার্যকর করার দাবী জানায়।