নিজস্ব প্রতিবেদক : ফেনীর ফুলগাজী উপজেলার জিএম হাট ইউনিয়নের দেশ বরণ্য কৃতি সন্তান মরহুম আলহাজ্ব অধ্যক্ষ এম ওয়াজিউল্লাহ ভূঁইয়ার ১০ম মৃত্যু বার্ষিকী আজ।
১৪৩১ হিজরীর পবিত্র মাহে রমজানের ১০ তারিখ পৃথিবীর মায়ার বন্ধন ছিন্ন করে দেশ বরণ্য এই গুনিজন বিদায় নেন ইহকাল থেকে।
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক,রদানবীর, বর্ষীয়ান রাজনীতিবীদ ১৯৯৬ ইং জাতীয় সংসদ নির্বাচনে (ফেনী-১) নির্বাচনী এলাকা থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহন করেন এই প্রবীণ রাজনিতিবিদ আওয়ামী লীগ নেতা।
তিনি একাধারে এনসিসি ব্যাংকের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানীর উদ্যোক্তা পরিচালক, চট্রগ্রাম মেট্রোপলিটন চেম্বার অফ কমারস এন্ড ইন্ড্রাট্রিজ এর উদ্যোগক্তা পরিচালকের দায়িত্ব পালন করেন।
স্বাধীনতা উত্তর বিহত্তর নোয়াখালী ছাত্রলীগের সাবেক সভাপতি, ফেনীর মুজিব বাহিনীর কো-অডিনেটর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন এবং হাজ্বী মনির আহমেদ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি।
এছাড়াও দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে দিতে নুরপুর খায়রিয়া ইসলামিয় ইবতেদায়ী স্বতন্ত্র মাদ্রাসাসহ নুরপুর হযরত আবু হানিফা (রাঃ) মসজি প্রতিষ্ঠা করেন। আরও প্রতিষ্ঠার স্বাক্ষর রাখেন চট্টগ্রামস্থ নবযাত্রা ফাউন্ডেশন, চট্টগ্রামস্থ পরশুরাম সমিতি, চট্টগ্রামস্থ ফেনী সমিতি, এ সৃষ্টিকর্ম গুলো আজও দাঁড়িয়ে আছে শক্ত ইস্পাতের মতো কেবল গুনি এই মানুষটি নেই।
মরহুম অধ্যক্ষ এম ওয়াজিউল্ল্যাহ ভুঁইয়ার সন্তান তরুণ আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট সমাজ সেবক ও ওয়াজিউল্ল্যাহ ভূইয়া কল্যান ট্রাষ্ট এর প্রতিষ্ঠাতা আবদুল কাদির ভূইয়া বাবু দেশবাসীর নিকট বাবার জন্য দোয়া চেয়েছেন।