দাগনভূঞা প্রতিনিধি :- দাগনভূঞার পুর্ব চন্দ্রপুর হাসান গনিপুর আজিম হোসেন শাহাদাত (২০) নামে এক যুবককে মিরসরাইয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মিরসরাই পৌরসভার রাজু এক কাউন্সিলের বিরুদ্ধে এ হত্যার অভিযোগ উঠেছে। নিহত শাহাদাত রাজু কাউন্সিলের বাড়িতে গৃহকর্মী হিসাবে কাজ করতো।
নিহত আজিম হোসেন শাহাদাত হাসান গনিপুর গ্রামের মিন্টু মেম্বার ( সাবেক ফরিদ মেম্বার) বাড়ির আবদুল বাতেনের ছেলে।
পুর্ব চন্দ্রপুরের ইউপি সদস্য নজরুল ইসলাম মিন্টু জানান, শুক্রবার রাতে কোন এক সময় পিটিয়ে হত্যা করে শনিবার সকালে দাগনভূইয়ার হাসান গনিপুর গ্রামে নিহতের বাড়ির দরজার তার মৃতদেহ ফেলে যায়। একটা মাইক্রোবাস মৃতদেহ টি রেখে দ্রুত পালিয়ে যায়। নিহতের মুখে ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার বিষয়ে রাজু কাউন্সিলের বক্তব্য জানা যায়নি।
দাগনভূইয়া থানা পুলিশ এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়েছেন বলে জানিয়েছেন।