সাজ্জাদ হোসেন রাকিবঃ শীতের রাতে সাধারণত চোর-ডাকাতি ঘটনা বেড়ে যায়। কেননা তীব্র শীতে গ্রামাঞ্চলের মানুষ আগে ভাগে রাতের খাবার খেয়ে ঘুমাতে যায়। একারণে ৯/১০টা বাজতেই দোকানপাট বন্ধ করে বাড়িতে ফিরে ব্যবসায়ীরা। যার ফলে গ্রামাঞ্চলে শীতকালে চোর-ডাকাতির ঘটনা বেশি ঘটে।
এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে ফুলগাজীর প্রতিটি গ্রাম, হাট-বাজার ও গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে পুলিশের পাহারা জোরদার করা হয়েছে। এতে করে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা আরও একধাপ বাড়বে বলে আশাবাদী পুলিশ প্রশাসন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, চোর- ডাকাতি প্রতিরোধ ও যেকোন ধরনের অপরাধ যাতে না ঘটে সে লক্ষে এই পাহারার ব্যবস্থা চালু করা হয়েছে।
রাতের পাহারা জোরদার ও পুলিশি টহল যথাযথ বাস্তবায়নের জন্য ফেনী জেলার প্রত্যেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।
ফুলগাজী থানা সূত্রে জানা যায়, ফেনী জেলার পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুনের পরিকল্পনা ও নির্দেশেনায় ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মঈন উদ্দীনের নেতৃত্বে প্রত্যেকদিন রাতে টহল ও অভিযান পরিচালনা করেন। রাত ১১টা থেকে ভোর পর্যন্ত এই পাহারা কার্যক্রম পরিচালনা চলমান থাকে। এসময় রাস্তাঘাটে কাউকে সন্দেহে হলে সঙ্গে সঙ্গে সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়।
একাধিক ব্যবসায়ী জানান, ফুলগাজী থানার পুলিশ সদস্যরা এই তীব্র শীতে আমাদের জান মালের নিরাপত্তার জন্য বাজারে পাহারা দেয়। এতে করে আমরা নিরাপদে বাসায় গিয়ে নিশ্চিতে ঘুমাতে পারি।
তীব্র শীতে ফুলগাজী থানার পুলিশ প্রশাসনের এই যুগান্তরকারী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন উপজেলার সচেতন নাগরিকগন।