ফেনীর লেমুয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কক্সবাজার গামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে ৭ জন নিহত
ফেনীর লেমুয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাফেজিয়ায় কক্সবাজার গামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে বাসের ৭ যাত্রী নিহত ও আহত হয়েছে ১৭ জন ।
নিহতদের লাশ ফেনী জেলা সদর হাসপাতালের মর্গে রাখা আছে। গুরুতর আহতদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় রেফার্ড করা হচ্ছে। উল্লেখ্য, পিকনিকের উদ্দেশ্যে বাসটি মিরপুর থেকে কক্সবাজারে যাচ্ছিল এবং বাসের যাত্রীরা মিরপুরের বাসিন্দা বলে জানা যায়।