পরশুরাম প্রতিনিধি:‘বেশী বেশী মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’-এমন শ্লোগানে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে পরশুরামে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে উপজেলা মৎস্য দপ্তর।
শনিবার (২৮ আগস্ট) সকালে উপজেলা খোকা মিয়া মিলনায়তন সম্মেলন কক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মৎস্য সপ্তাহের বিভিন্ন গুরত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রিয়াংকা দত্ত।
মতবিনিময় সভায় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন উপজেলা মৎস্য কর্মকর্ত সৈয়দ মোস্তফা জামান।
এছাড়াও বক্তব্য রাখেন পরশুরাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, উপজেলা কৃষি সম্পসারণ কর্মকর্তা খুরশীদ হাসানসহ মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
‘বেশী বেশী মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’এমন শ্লোগানে এবারের মৎস্য সপ্তাহের কর্মসূচীর মধ্যে রয়েছে মাই কিং ব্যানার পেস্টুন ব্যাপক প্রচারণা, পোনা মাছ অবমুক্তি,মৎস সেক্টরে বর্তমান সরকার এর অগ্রগতি ও সাফল্যের বিষয়ে নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শনী, প্রান্তিক পর্যায়ে মৎস চাষি /মৎস জীবিদের সাথে স্বাস্থ্য অনুসরণ পূর্বক মতবিনিময়, মৎস চাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ প্রদান পুকুরের মাটি, পানি পরিক্ষা -মৎস সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রমাণ্য চিত্র প্রদর্শনী -চাষী ও সুফলভোগীদের প্রশিক্ষন ও উপকরণ বিতরণ -ভিডিও কনফারেন্স এর মাধ্যমে জেলা পর্যায়ে কর্মকর্তাদের সাথে উপজেলা পর্যায়ের কর্মকর্তা গনের মতবিনিময় এবং মৎস সপ্তাহের সমাপনী ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত এসব কর্মসূচি চলবে।