নিজস্ব প্রতিবেদকঃ ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাটে আলী আজম স্কুল এন্ড কলেজ এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৫ই আগস্ট দুপুরে বিদ্যালয় মিলনায়তনে অধ্যক্ষ আবু তাহের মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ফেনী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল্লাহ।
আলোচনা সভায় প্রধান অতিথি শেখ আব্দুল্লাহ তার বক্তব্যে বলেন, ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে, এটা বাঙালি জাতির জন্য গভীর শোক এবং দুঃখের একটি দিন। অথচ বিএনপি নেত্রী এই শোকের দিনকে রং তামাশার জন্মদিন বলে পরিণত করতে চায়। তার পাসপোর্টে একরকম জন্ম তারিখ, দলীয় কর্মকাণ্ডে অন্য জন্ম তারিখ বাস্তবতায় তিনি কোন তারিখে জন্মগ্রহণ করেছেন নিজেও জানেন না। তবে কি তিনি তিনবার জন্মগ্রহণ করেছেন!?
তিনি আরও বলেন, দেশের স্বাধীনতায় বিশ্বাসীরা অবশ্যই জাতির জনকের সপরিবারে প্রয়াণ দিবসকে জাতীয় শোক দিবস হিসাবে পালন করবে।
আলোচনা সভা শেষে ১৫ই আগস্টে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।