ডেক্স নিউজ : জন্মদিনে হাজারো মানুষের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হলেন ‘ফেনীর প্রতিদিন’ ও ‘ফুলগাজী নিউজ ডটকম’র সম্পাদক এবং আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজ’র প্রভাষক সাংবাদিক মোঃ জহিরুল ইসলাম (রাজু)।
তাকে শুভেচ্ছা জানিয়েছেন ফেসবুকের বিভিন্ন বন্ধু, ছোট বড় ভাই, বোন, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বন্ধু, শুভাকাঙ্ক্ষী, সাংবাদিক (সহকর্মী), শিক্ষক (সহকর্মী), শিক্ষার্থীরা, লেখক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, দেশি- বিদেশী বন্ধু, মুসলিম ও অমুসলিম বন্ধুরা।
তাঁর ব্যক্তিগত ফোনে, ফেসবুকের টাইম লাইন, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে অসংখ্যা জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছেন তিনি।
সাংবাদিক জহিরুল ইসলাম রাজু জানান, “হাসি, আনন্দ, দুঃখ, কষ্ট আর কিছু সুখের স্বৃতি নিয়ে জীবন পথে পাড়ি দিতে হয়। আসলে বয়স যতো বেশি হচ্ছে হায়াত ততো কমে যাচ্ছে। জীবনের চলার পথে প্রতিনিয়ত হাজার ভুল করছি, অনেক ভুল পথে হেটেছি, অনেক কিছুই হারিয়েছি, অনেক না পাওয়ার মধ্যেও আমি হাজার কিছু পেয়েছি। এই পাওয়া না পাওয়ার হিসাব আমি কখনোই করিনা, করতেও চাইনা। কারন আমি যা পেয়েছি, যা আমার আছে এতেই আমি অনেক খুশি।
সবার কাছে ক্ষমা চেয়ে দোয়া নিয়ে এগিয়ে যেতে চাই নিদিষ্ট লক্ষে। জীবনের প্রত্যেকটা সিড়িতে আমি অনেকের সহযোগিতা পেয়েছি, কৃতজ্ঞ হয়ে আরো সহযোগিতার আশা রাখি। একসাথে চলতে গিয়ে অনেকের সহযোগিতা পেয়েছি, তাদের কেউও ধন্যবাদ তাদের কারণে নিজের কাজ নিজে করতে শিখেছি”
তিনি ‘ফেনীর প্রতিদিন’ ও ‘ফুলগাজী নিউজ ডটকম’র সম্পাদনার পাশাপাশি ফুলগাজী উপজেলা প্রেসক্লাব’র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ফেনীর উত্তরাঞ্চলের অন্যতম বিদ্যাপীঠ আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ে প্রভাষক হিসেবে কর্মরত আছেন।
তিনি ১৯৯২ সালের এইদিনে ফেনীর ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নে উত্তর দৌলতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মোঃ আবদুল ওহাব পাটোয়ারী ও মায়ের নাম মোসাম্মৎ জোসনা আক্তার।
জন্মদিনে তিনি সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া কামনা করেন।