ফারুক আহমদ শামীমঃ- ফেনী জেলার ফুলগাজী উপজেলার আমজাদ হাট ছিনতাইকারীর ধারাল ছুরির আঘাতে সেনাসদস্য শরিফ গুরুতর অসুস্থ।
সোমবার (১জুলাই) রাত আনুমানিক ৯টায় ফুলগাজী উপজেলার আমজাদহাট বাজারের গৌইরা চরা ব্রীজ সংলগ্ন ব্রিকস ফিল্ডের সামনে এই ঘটনা ঘটে, ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন সেনাসদস্য শরিফ।
স্থানীয় সূত্রে জানা যায়, গুরুতর আহত অবস্থায় শরিফ কে ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সেনাসদস্য শরীফের গ্রামের বাড়ী আমজাদহাট ইউনিয়নের পূর্ব বসন্তপুর। শরিফ কে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।