এম নিজাম উদ্দীন মজুমদার সজিবঃ ছাগলনাইয়ায় ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার রাত পৌনে ০৯ টার দিকে গোপন সংবাদ পেয়ে ছাগলনাইয়া থানার এসআই খুরশিদ আলম,এসআই মনির হোসেন ও এএসআই আমজাদ হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে শুভপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামে নবীর চা-দোকানের সামনে থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে একই ইউনিয়নের মধ্যম জয়পুর গ্রামের বেলাল আহাম্মদের ছেলে মোজাম্মেল হোসেন(২৯) ও মোঃ মোস্তফার ছেলে জহির উদ্দীন(২১),পশ্চিম জয়পুর গ্রামের মোঃ নুরুন নবীর ছেলে শফিকুল আলম(২২) ও মৃত কামাল উদ্দীনের ছেলে নুর আলম রুবেল(২৬)।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মেসবাহ্ উদ্দীন আহমেদ মাদক ব্যবসায়ীদের আটকের সত্যতা নিশ্চিত করে জানায় আটককৃত নুর আলম রুবেল ওয়ারেন্টভুক্ত আসামি,মোজাম্মেল হোসেন ও শফিকুল আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা হয়েছে এবং তিনজনকে চালান করা হয়েছে এছারা জহির উদ্দীনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অপরাধ প্রমানিত হলে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এদিকে মাদক ব্যবসায়ীদের আটকের কথা ছরিয়ে পরলে এলাকায় স্বস্তি আসে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন জানায় গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। ভয়ে কেউ মুখ খুলতনা। তাদের কারনে এলাকার যুবসমাজ ধ্বংসের পথে।